Tuesday, December 27, 2011

বিনয় (humbleness)


বিজ্ঞ দার্শনিক এক আইল নগরে,
ছুটিল নগরবাসী জ্ঞান - লাভ - তরে;
সুন্দর - গভীর - মূর্তি, শান্ত - দর্শন
হেরি' সবে ভক্তি - ভরে বন্দিল চরন |

সবে কহে, "শুনি তুমি জ্ঞানী অতিশয়,
দু' একটি তত্ত্ব - কথা কহ মহাশয় |"
দার্শনিক বলে, "ভাই, কেন বল জ্ঞানী?
'কিছু যে জানি না' আমি এই মাত্র জানি|"

- কবি অজানা (anonymous)


a learned philosopher once came to town
the town-folk ran for some knowledge to own
handsome and quiet form, peaceful face -
with devotion all there his feet embrace.

they say "we hear, you have wisdom profound.
a few deep matters for us expound."
philosopher says, "friend, why say wise?
'nothing do i know', that is all i cognize."

- translation by vani murarka


No comments:

Post a Comment